নাহিদদের দল জোটে যোগ দেবে না, ৩০০ আসনে প্রার্থী দেবে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৮:১২ অপরাহ্ণ
নাহিদদের দল জোটে যোগ দেবে না, ৩০০ আসনে প্রার্থী দেবে।

আগামী জাতীয় নির্বাচনে তরুণদের নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো দলের সঙ্গে জোটে যোগ দেবে না। দলটি এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার সক্ষমতা রাখে বলে তারা দাবি করেছেন। এনসিপির নেতারা জানিয়েছেন, ঈদের পর নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করা হবে। এছাড়া দলের প্রতীক এখনো চূড়ান্ত হয়নি এবং এটি পরামর্শক্রমে নির্ধারণ করা হবে। এনসিপির নেতারা আরও বলেছেন, তারা বড় দলের সঙ্গে জোট করবে না, তবে ছোট দলগুলোর সঙ্গে আলোচনা করে জোট গঠনের সুযোগ থাকতে পারে।