মহিলা পরিষদ জানিয়েছে, নারীর প্রতি সহিংসতা এখন নিয়মিত ঘটনা।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ১১:১৪ অপরাহ্ণ
মহিলা পরিষদ জানিয়েছে, নারীর প্রতি সহিংসতা এখন নিয়মিত ঘটনা।

বাংলাদেশ মহিলা পরিষদ জানায়, নারীকে নানা অজুহাতে হেনস্তা এবং নারীর প্রতি সহিংসতার ঘটনা এখন একটি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তারা এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু এক বিবৃতিতে এসব কথা বলেন।

তারা জানান, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে পোশাক নিয়ে হেনস্তা করার ঘটনা ঘটেছে, যা ওই ছাত্রী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশে অভিযোগ করেছেন।

মহিলা পরিষদ আরও উল্লেখ করে যে, নারীর নিরাপত্তা এবং মর্যাদা নিয়ে এই ধরনের ঘটনা নারীর চলাচল এবং ব্যক্তিগত সিদ্ধান্তে বাধা সৃষ্টি করছে, যা মানবাধিকার লঙ্ঘনের কারণ হয়ে দাঁড়াচ্ছে।