রাজধানীতে ৯ দিনের অভিযানে গ্রেপ্তার হয়েছে ২ হাজারের বেশি মানুষ।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ১১:১৯ অপরাহ্ণ
রাজধানীতে ৯ দিনের অভিযানে গ্রেপ্তার হয়েছে ২ হাজারের বেশি মানুষ।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ২৪ ঘণ্টার সাঁড়াশি অভিযানে ১৮৭ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে ডাকাত, ছিনতাইকারী, চাঁদাবাজ, চোর এবং মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধী রয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ৯ দিনের অভিযানে মোট ২,১৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৬৪টি মামলা দায়ের হয়েছে এবং বেশ কিছু অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে ডিএমপি ৫০ থানা এলাকায় ৬৬৭টি টহল দল এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৭১টি তল্লাশি চৌকি পরিচালনা করেছে।