রোববার থেকে সরকারের অর্থে বেক্সিমকোর কর্মীদের বকেয়া পরিশোধ শুরু।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ১১:২৬ অপরাহ্ণ
রোববার থেকে সরকারের অর্থে বেক্সিমকোর কর্মীদের বকেয়া পরিশোধ শুরু।

সরকার বেক্সিমকো শিল্পপার্কের ১৪টি প্রতিষ্ঠান বন্ধ হওয়া শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধের জন্য ৫২৫ কোটি ৪৬ লাখ টাকা প্রদান করেছে। এই অর্থ ঋণ হিসেবে সরকার দিয়েছে এবং রোববার থেকে শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধ শুরু হবে। ৩১ হাজার ৬৭৯ জন শ্রমিক ও ১ হাজার ৫৬৫ জন কর্মচারীকে এ অর্থ দেয়া হবে। ২৭ ফেব্রুয়ারির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সরকার বেক্সিমকো শ্রমিকদের পাওনা পরিশোধে অর্থের ব্যবস্থা করেছে।