রাষ্ট্রকাঠামোর বিভিন্ন স্তরে এখনো ফ্যাসিবাদের প্রভাব রয়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ১:২১ অপরাহ্ণ
রাষ্ট্রকাঠামোর বিভিন্ন স্তরে এখনো ফ্যাসিবাদের প্রভাব রয়ে গেছে।

অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটলেও রাষ্ট্রের বিভিন্ন স্তরে এখনও ফ্যাসিবাদের ছায়া রয়ে গেছে, এমনটা মনে করেন বিশিষ্ট ব্যক্তিরা। তারা বলছেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকার যে সব নিপীড়নমূলক আইন তৈরি করেছিল, সেগুলি এখনো বলবৎ রয়েছে। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা জানান, জুলাইয়ের অভ্যুত্থানের অন্যতম উদ্দেশ্য ছিল, মানুষের স্বাধীনতা ও মর্যাদা রক্ষার জন্য এসব আইনের বিলোপ করা, কিন্তু বাস্তবে উল্টো ঘটছে। ডিজিটাল নিরাপত্তা আইনকে সাইবার নিরাপত্তা আইনে পরিণত করে ফ্যাসিবাদী শাসনের নিপীড়ন ব্যবস্থা বজায় রাখা হয়েছে। এর ফলে সামাজিক ফ্যাসিবাদের বিস্তার ঘটছে, এবং নাগরিকদের ওপর আইনি নিপীড়ন চালানো হচ্ছে।

এছাড়া, সাইবার নিরাপত্তা আইন প্রয়োগের মাধ্যমে সম্প্রতি লেখক-সংগঠক রাখাল রাহা এবং নাহিদ হাসানসহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এতে তাঁদের ব্যক্তিগত ও সামাজিক জীবন সংকটের মুখে পড়েছে। এই আইনের বিপরীতে দাবি করা হয়েছে, এসব আইন বাতিল করা হোক এবং ফ্যাসিবাদী শাসনের প্রতীক এই ধরনের নিপীড়নমূলক আইন সম্পূর্ণ বিলুপ্ত করা হোক। বিবৃতিতে আরও বলা হয়েছে, ভিন্নমতকে দমন করা ও অসহিষ্ণুতা বাড়ানোর মাধ্যমে কোনো গণতান্ত্রিক সমাজ গঠন করা সম্ভব নয়।