ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিযবুত তাহ্রীরের বিরুদ্ধে বিক্ষোভ ও পদক্ষেপের দাবি।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ৬:১০ অপরাহ্ণ

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীরের প্রকাশ্য কার্যক্রম বন্ধে রাষ্ট্রীয় বাহিনীর ব্যর্থতা নিয়ে প্রতিবাদে বিক্ষোভ করেছে। শুক্রবার সন্ধ্যায় তারা টিএসসির রাজু ভাস্কর্যের সামনে এই সমাবেশ আয়োজন করে। সেখানে বিভিন্ন স্লোগান তুলে, সংগঠনটি দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, হিযবুত তাহ্রীরের উগ্রবাদী কার্যক্রম বেড়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা প্রসঙ্গে প্রশ্ন তোলা হয়। তারা সরকারের বিরুদ্ধে জনগণের নিরাপত্তা সুরক্ষায় ব্যর্থতার অভিযোগ তুলে বলেন, জঙ্গিবাদ ও উগ্রবাদের কোনো স্থান বাংলাদেশে হবে না।
আপনার মতামত লিখুন