নারীর ওপর সহিংসতা বন্ধে দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়েছে নারী দিবস কমিটি।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ৬:১৪ অপরাহ্ণ

নারীর প্রতি সংঘবদ্ধ সহিংসতা বন্ধে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে ‘আন্তর্জাতিক নারী দিবস কমিটি’। কমিটির সদস্যরা বলেছেন, নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে এবং নারীর সম্মান ও অধিকার রক্ষার জন্য সমাজে সকলকে মানবিক দৃষ্টিতে দেখতে হবে। নারী দিবস উপলক্ষে আজ রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় এই দাবি ওঠে। ৫৫টি সংগঠনের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক নারী দিবস কমিটি-২০২৫ এই আলোচনা সভার আয়োজন করে এবং ১১টি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরে।
আপনার মতামত লিখুন