চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৫৯ হাজার পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ৬:২০ অপরাহ্ণ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৫৯ হাজার পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার এ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে এই ফল ঘোষণা করা হয়। এ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট ৯১ হাজার ৭৩৯ শিক্ষার্থী অংশগ্রহণ করেন, যার মধ্যে ২৯ হাজার ৪১১ জন পাস করেছেন। অন্যদিকে, ৫৯ হাজার ৫১১ জন ফেল করেছেন এবং বাকিদের উত্তরপত্র বাতিল করা হয়েছে।

এ ইউনিটটি বিজ্ঞান, জীববিজ্ঞান, প্রকৌশল এবং মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের সব বিভাগ নিয়ে গঠিত। এই ইউনিটে ১ হাজার ১২৩ সাধারণ আসনের জন্য আবেদন করেছিলেন ১ লাখ ৯ হাজার ৮১ জন, তবে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৯১ হাজার ৭৩৯ জন। ১০০ নম্বরের পরীক্ষায় পাসের জন্য ৪০ নম্বর নির্ধারিত ছিল, এবং বাংলায় ১০ নম্বরের মধ্যে ৩ এবং ইংরেজিতে ১০ নম্বরের মধ্যে ৪ নম্বর ছিল পাসের জন্য।

এ ইউনিটের ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সমন্বয়ক অধ্যাপক মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী জানান, ২ হাজার ৮১৭ শিক্ষার্থীর উত্তরপত্র বাতিল করা হয়েছে কারণ তারা সঠিকভাবে উত্তরপত্র পূরণ করেননি। গত বছর ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে আবেদন হয়েছিল, তবে এ বছর মোট ৪ হাজার ৫৮৪টি আসনের জন্য পরীক্ষা হচ্ছে। ২ মার্চ কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।