যৌথ বাহিনীর অভিযান: সমন্বয়ক পরিচয় দিয়ে একজনসহ ১৪ জন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ৬:২৩ অপরাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার সমন্বয়ক হিসেবে পরিচিত সালাহউদ্দিন সালমানসহ ১৪ জনকে যৌথ বাহিনী আটক করেছে। তাঁদের বিরুদ্ধে অফিসে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আনা হয়েছে, এবং পরে তাদের কলাবাগান থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে রাসেল স্কয়ারে একটি অফিসে গিয়ে তাঁরা ভাঙচুর ও লুটপাট করেন, এবং কিছু নগদ অর্থ ও চারটি কম্পিউটার নিয়ে চলে যান। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে। পরে পুলিশও সেখানে পৌঁছায় এবং আটককৃতদের নিজেদের হেফাজতে নেয়। ডিএমপির নিউমার্কেট অঞ্চলের সহকারী কমিশনার তারিক লতিফ জানান, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন