শাহজালাল বিশ্ববিদ্যালয়ের টিলায় জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সেখানে অগ্নিকাণ্ড ঘটেছে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) টিলায় জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন টিলায় আগুন লাগার পর, বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও নিরাপত্তাকর্মীরা তা নিয়ন্ত্রণে আনে।
ভূসম্পত্তি রক্ষণাবেক্ষণ শাখার কর্মচারী আবদুল কাদের জানান, আজ দুপুরে শহীদ মিনারের পেছনে আগুন লাগলে, নিরাপত্তা ও এস্টেট শাখার কর্মীরা তা নিভিয়ে দেন। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা জানা যায়নি। গত দুই মাসে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে অন্তত ১০টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার মধ্যে নিউজিল্যান্ড টিলা ও সৈয়দ মুজতবা আলী হলের পাশের টিলাও রয়েছে।
ভূসম্পত্তি রক্ষণাবেক্ষণ শাখার প্রধান অধ্যাপক আবুল হাসনাত জানান, শুষ্ক মৌসুম ও শুকনা পাতা মশলা হিসেবে কাজ করায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে, কোনো ব্যক্তি সিগারেটের বাকি অংশ ফেলে দেয়ার কারণে বা অন্য কোনোভাবে আগুন লেগেছে কিনা, তা নিশ্চিত করা সম্ভব হয়নি। আগুনে ১৫-২০ শতাংশ জায়গা পুড়েছে, তবে বড় কোনো ক্ষতি হয়নি।
এর আগে, ২৪ ফেব্রুয়ারি ক্যাম্পাসে বারবার অগ্নিকাণ্ডের ঘটনার পর কর্তৃপক্ষ জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল, কিন্তু তার ১০ দিনের মধ্যেই আবারও একই ঘটনা ঘটল।
আপনার মতামত লিখুন