শনিবার থেকে আন্দোলনে অংশ নিতে কর্মবিরতিতে যাচ্ছেন চিকিৎসকরা।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ৬:৩৯ অপরাহ্ণ

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম দুই দফা দাবিতে শনিবার থেকে কর্মবিরতি শুরু করতে যাচ্ছে। ৮, ৯, এবং ১০ মার্চ প্রতিদিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এই কর্মসূচি চলবে, যেখানে চিকিৎসকরা হাসপাতালের সামনে ব্যানার নিয়ে মৌন প্রতিবাদ জানাবেন। ফোরামের প্রধান দাবিগুলি হলো—বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্রুত পদোন্নতি নিশ্চিত করা এবং অন্তঃ ও আন্তঃক্যাডার বৈষম্য দূর করা, পাশাপাশি তৃতীয় গ্রেডপ্রাপ্ত চিকিৎসকদের নির্দিষ্ট সময় পর দ্বিতীয় ও প্রথম গ্রেডে পদোন্নতি প্রদান। জরুরি বিভাগ এই কর্মসূচির আওতায় থাকবে না, যাতে রোগীদের চিকিৎসা বিঘ্নিত না হয়। দাবিগুলি পূর্ণ না হলে, ১১ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন