রাজধানীতে এনসিপির পক্ষ থেকে ইফতার বিতরণ।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ৬:৫২ অপরাহ্ণ
রাজধানীতে এনসিপির পক্ষ থেকে ইফতার বিতরণ।

পবিত্র মাহে রমজান উপলক্ষে গরিব ও অসহায়দের মধ্যে ইফতার বিতরণ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পক্ষ থেকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম সদস্য সচিব শেখ আসিফ আদনান।

শুক্রবার (৭ মার্চ) বিকেলে খিলগাঁওয়ের নন্দীপাড়া বটতলায় এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় শেখ আসিফ আদনান বলেন, এনসিপির মূল উদ্দেশ্য হলো দেশ ও জনগণের কল্যাণে কাজ করা। তিনি জানান, তারা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য নিজেদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছেন এবং আশা করেন সবাই যাতে রোজা শেষে সুস্বাদু খাবারের মাধ্যমে ইফতার করতে পারেন। তিনি আরো বলেন, তারা একটি সুখী ও সমৃদ্ধ দেশ গঠনের চেষ্টা করছেন এবং সমাজে বৈষম্য দূর করতে সবার সহযোগিতা কামনা করেন। ইফতার বিতরণের এই কর্মসূচি পুরো রমজান মাস জুড়ে চলবে, এবং স্থানীয় এনসিপির নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।