ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় ৫৭৮ জন নিহত হয়েছেন: রোড সেফটি ফাউন্ডেশন

২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে দেশে মোট ৫৯৬টি সড়ক দুর্ঘটনা ঘটেছে, যাতে নিহত হয়েছেন ৫৭৮ জন এবং আহত হয়েছেন অন্তত ১,৩২৭ জন। নিহতদের মধ্যে ৭৮ জন নারী এবং ৮৭ জন শিশু। রোড সেফটি ফাউন্ডেশন আজ শনিবার একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারিতে মোটরসাইকেল দুর্ঘটনায় ২২৭ জন নিহত হয়েছেন, যা মোট নিহতের ৩৯.২৭ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪০.৪৩ শতাংশ। সড়ক দুর্ঘটনায় ১১৪ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ১৯.৭২ শতাংশ। চালক ও সহকারী নিহত হয়েছেন ৮২ জন, যা ১৪.১৮ শতাংশ।
এছাড়া, দুটি নৌ দুর্ঘটনায় ৪ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন। ১৪টি রেল দুর্ঘটনায় ১৩ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন।
রোড সেফটি ফাউন্ডেশনের পরিসংখ্যান অনুযায়ী, ফেব্রুয়ারিতে সড়ক দুর্ঘটনা ঘটেছে ২০৯টি জাতীয় মহাসড়কে, ২৬৮টি আঞ্চলিক সড়কে, ৭৩টি গ্রামীণ সড়কে এবং ৪৬টি শহরের সড়কে। দুর্ঘটনায় ৯৩৮টি যানবাহন জড়িত ছিল।
বিভিন্ন যানবাহনের মধ্যে নিহতদের সংখ্যা ছিল: মোটরসাইকেল চালক ও আরোহী ২২৭ জন, বাসযাত্রী ৩৩ জন, ট্রাক-পিকআপ-ট্রাক্টর-ট্রলি যাত্রী ৫৬ জন, প্রাইভেট কার-মাইক্রোবাস-অ্যাম্বুলেন্স-র্যাবের জিপ যাত্রী ২২ জন, থ্রি-হুইলারের যাত্রী ৯২ জন, স্থানীয় যানবাহন যাত্রী ২০ জন এবং বাইসাইকেল বা রিকশার যাত্রী ১৪ জন।
আপনার মতামত লিখুন