১৪ মার্চ পর্যন্ত দেশের আকাশে যে সব আকর্ষণীয় দৃশ্য দেখা যাবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৩:১৩ অপরাহ্ণ
১৪ মার্চ পর্যন্ত দেশের আকাশে যে সব আকর্ষণীয় দৃশ্য দেখা যাবে

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সন্ধ্যার আকাশ এখন অনেক সুন্দর। রাত যত বাড়ে, আকাশে তারার ঝাঁপি উন্মুক্ত হয়। খালি চোখে কিংবা সাধারণ বাইনোকুলার বা টেলিস্কোপ ব্যবহার করেও আকাশে দেখা যাচ্ছে অনেক রোমাঞ্চকর দৃশ্য।

৮ মার্চ এই দিন শুক্লপক্ষের অর্ধচন্দ্র আকাশে দেখা যাবে এবং সারারাত উজ্জ্বলভাবে জ্বলবে। গ্রহগুলোর মধ্যে শুক্র সূর্যাস্তের পর পশ্চিমাকাশে দৃশ্যমান হবে, তবে রাত ৮টা ১০ মিনিটের পর এটি আর দেখা যাবে না। মঙ্গল গ্রহ রাত ৩টা ২ মিনিট পর্যন্ত দৃশ্যমান থাকবে। বুধ গ্রহ সন্ধ্যা ৭টা ২২ মিনিট পর্যন্ত আকাশে থাকবে, যদিও এটি খালি চোখে দেখা কঠিন। বৃহস্পতি গ্রহ রাত ১২টা ২১ মিনিট পর্যন্ত স্পষ্টভাবে দেখা যাবে। শনি গ্রহ খুব সামান্য সময়ের জন্য দৃশ্যমান হবে। ওরিয়ন নক্ষত্রমণ্ডল সূর্যাস্তের পর দক্ষিণ-পশ্চিম আকাশে দৃশ্যমান হবে এবং এটি সহজেই শনাক্ত করা যাবে। বৃষ নক্ষত্রমণ্ডল ওরিয়নের উত্তর-পশ্চিমে অবস্থান করবে এবং উজ্জ্বল নক্ষত্র অ্যালডেবারান দেখা যাবে। জেমিনি নক্ষত্রমণ্ডলও সহজেই দেখা যাবে। সিরিয়াস নক্ষত্র আকাশে সবচেয়ে উজ্জ্বল হয়ে থাকবে।

৯ মার্চ চাঁদ মোমের গিব্বাস পর্যায়ে থাকবে এবং উজ্জ্বল আলো ছড়াবে। শুক্র গ্রহ সূর্যাস্তের পর পশ্চিমাকাশে উজ্জ্বলভাবে দৃশ্যমান হবে। মঙ্গল গ্রহ রাত ২টা ৫৮ মিনিট পর্যন্ত দেখা যাবে। বৃহস্পতি গ্রহ রাত ১২টা ১৮ মিনিট পর্যন্ত দৃশ্যমান থাকবে। ওরিয়ন, টাওরাস, এবং জেমিনি সন্ধ্যার আকাশে স্পষ্টভাবে দেখা যাবে। লিও নক্ষত্রমণ্ডলও পুবাকাশে উদিত হবে।

১০ মার্চ চাঁদ পূর্ণ পর্বের কাছাকাছি উজ্জ্বল থাকবে। শুক্র গ্রহ সন্ধ্যা ৭টা ২৮ মিনিট পর্যন্ত দৃশ্যমান হবে। মঙ্গল গ্রহ শেষ রাত ২টা ৫৫ মিনিট পর্যন্ত দেখানো যাবে। ক্যানসার তারকাপুঞ্জ এবং অন্যান্য নক্ষত্রমণ্ডলও এই দিন আকাশে দৃশ্যমান হবে।

১১ মার্চ শুক্লপক্ষের অর্ধচন্দ্র বা ওয়াক্সিং গিব্বাস ফেজে চাঁদ দেখা যাবে। শুক্র গ্রহ সূর্যাস্তের পর দৃশ্যমান হবে এবং মঙ্গল গ্রহ শেষ রাত ২টা ৫২ মিনিট পর্যন্ত দেখা যাবে। বৃহস্পতি গ্রহ টাওরাস তারকাপুঞ্জের উজ্জ্বলতম বিন্দু হিসেবে দক্ষিণ-পশ্চিমে অবস্থান করবে এবং গ্যানিমিড ও ইউরোপা চাঁদের ছায়া দেখা যাবে।

১২ মার্চ চাঁদ পূর্ণ অবস্থা থেকে আকাশে উজ্জ্বলভাবে দৃশ্যমান থাকবে।

১৩ মার্চ পূর্ণিমা তিথি থাকবে এবং মঙ্গল গ্রহ মধ্যরাত পর্যন্ত দেখা যাবে।

১৪ মার্চ এদিন চন্দ্রগ্রহণ ঘটবে, তবে এটি বাংলাদেশ থেকে দৃশ্যমান হবে না। উত্তর গোলার্ধের কিছু অঞ্চলে এটি দেখা যাবে, বিশেষ করে উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং অস্ট্রেলিয়া থেকে।