সমন্বয়ক হিসেবে পরিচয় দেওয়া সালাহউদ্দিনসহ সাতজন কারাগারে আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৩:২০ অপরাহ্ণ
সমন্বয়ক হিসেবে পরিচয় দেওয়া সালাহউদ্দিনসহ সাতজন কারাগারে আটক

রাজধানীর রাসেল স্কয়ারে একটি অফিসে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার সমন্বয়ক হিসেবে পরিচিত সালাহউদ্দিন সালমানসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে সাতজনকে কারাগারে পাঠানো হয়েছে, এবং বাকি সাতজন শিশু হওয়ায় তাদের টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার পুলিশ আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। শুক্রবার রাতে যৌথ বাহিনী সালাহউদ্দিন সালমানসহ ১৪ জনকে গ্রেপ্তার করে, পরে তাদের কলাবাগান থানায় হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সালাহউদ্দিন সালমানসহ কয়েকজন রাজধানীর রাসেল স্কয়ারের একটি অফিসে গিয়ে ভাঙচুর করেন এবং কিছু টাকা ও চারটি কম্পিউটার চুরি করেন। খবর পেয়ে সেনাসদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করেন, পরে কলাবাগান থানা-পুলিশ তাদের হস্তান্তর করে।