স্বাধীন তদন্ত কমিশন শেখ হাসিনাসহ ১৫ জনকে সাক্ষ্য দেওয়ার জন্য ডেকেছে।

পিলখানা হত্যাকাণ্ডের তদন্তে শেখ হাসিনা ও ১৫ জনের সাক্ষ্য নেওয়ার জন্য জাতীয় স্বাধীন তদন্ত কমিশন তাদেরকে ডেকেছে। আজ শনিবার কমিশন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়, তারা আগামী সাত দিনের মধ্যে কমিশনের ধানমন্ডি কার্যালয়ে অথবা অনলাইনে সাক্ষ্য দিতে হবে। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারির পিলখানা বিডিআর সদর দপ্তরে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের তদন্তে এই ১৫ জনের সাক্ষ্য অপরিহার্য হয়ে পড়েছে।
এদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপস, সাবেক এমপি শেখ ফজলুল করিম সেলিম, জামালপুরের এমপি মির্জা আজম, সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদ, র্যাবের সাবেক মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকারসহ আরো অনেক শীর্ষ ব্যক্তি।
এরা তাদের সাক্ষ্য দুই পদ্ধতির যেকোনো একটি মাধ্যমে প্রদান করতে পারেন। একে হলে কমিশনের কার্যালয়ে হাজির হয়ে বা অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষ্য দিতে পারবেন। ৩১ মার্চের মধ্যে সাক্ষ্যগ্রহণ শেষ করতে চায় কমিশন এবং অসহযোগিতা করলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন