আসিফ মাহমুদ বলেছেন, আন্তর্জাতিক স্তরে নারীরা বাংলাদেশের সুনাম বৃদ্ধি করে চলেছেন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৩:৪৬ অপরাহ্ণ
আসিফ মাহমুদ বলেছেন, আন্তর্জাতিক স্তরে নারীরা বাংলাদেশের সুনাম বৃদ্ধি করে চলেছেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বাংলাদেশের নারীরা আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের মান উজ্জ্বল করছেন। তিনি এই মন্তব্যটি শনিবার বিকেলে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে ‘কিউট আন্তর্জাতিক নারী দিবস আর্চারি টুর্নামেন্ট-২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেওয়ার সময় করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের নারীরা কেবল ক্রীড়াক্ষেত্রেই নয়, অন্যান্য সকল ক্ষেত্রে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশকে সম্মানিত করছেন। নারীদের বড় অংশগ্রহণে দেশের পোশাক শিল্পের সাফল্য বাংলাদেশের গৌরব বৃদ্ধি করেছে। তিনি নারীদের জাতীয়, অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সব অর্জনে অংশগ্রহণের জন্য তাদের অভিনন্দন জানান।

তিনি ‘জুলাই গণ-অভ্যুত্থানে’ ১১ জন নারী শহীদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, ওই সময়ে নারীদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় ছিল। তিনি বলেন, ‘যেসব নারীরা পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে মুক্ত করতে লড়াই করেছেন, তাঁদের জন্য গভীর শ্রদ্ধা।’

এছাড়া, আয়োজিত টুর্নামেন্টে অংশগ্রহণকারী নারী আর্চারদের জন্য শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে তারা আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে আরও গৌরব অর্জন করবেন।