দেবীদ্বারে বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৩:৪৯ অপরাহ্ণ
দেবীদ্বারে বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার।

কুমিল্লার দেবীদ্বারে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হামলা ও হত্যার ঘটনায় যুব মহিলা লীগ নেত্রী তানিয়া আক্তার (বিথি) গ্রেপ্তার হয়েছেন। পুলিশ জানায়, তানিয়া আক্তার চারটি মামলার আসামি, যার মধ্যে দুটি হত্যা মামলা রয়েছে। ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তার সরাসরি সম্পৃক্ততা রয়েছে, এবং সে সময়ের বেশ কিছু ভিডিও প্রকাশিত হয়েছে। তানিয়া দীর্ঘদিন আত্মগোপনে থাকলেও গোপন সংবাদের ভিত্তিতে শনিবার তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।