সশস্ত্র বাহিনীর ৮ স্থাপনার নাম পরিবর্তন, আরও ১৬টি পরিবর্তনের প্রক্রিয়ায়।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের নামে সশস্ত্র বাহিনীর ৮টি স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। এসব স্থাপনার মধ্যে বাংলাদেশ নৌবাহিনীর তিনটি, বিমানবাহিনীর তিনটি, সেনাবাহিনীর কমান্ড ও স্টাফ কলেজের একটি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন একটি স্থান রয়েছে। প্রধান উপদেষ্টার অনুমোদনের পর রোববার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে এসব স্থাপনার নাম পরিবর্তন ঘোষণা করেছে।
এছাড়া, প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সেনাবাহিনীর অধীনে আরও ১৬টি স্থাপনা, সংস্থা ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রস্তাব এসেছে। এগুলোর নতুন নামকরণের জন্য প্রস্তাবটি প্রধান উপদেষ্টার অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
নতুন নামকরণের তালিকায় রয়েছে, চট্টগ্রামের নিউমুরিং এলাকায় অবস্থিত বানৌজা বঙ্গবন্ধুর নাম পরিবর্তন করে বানৌজা খালিদ বিন ওয়ালিদ, ঢাকার খিলক্ষেত এলাকায় অবস্থিত বানৌজা শেখ মুজিবের নাম পরিবর্তন করে বানৌজা ঢাকা, কক্সবাজারের পেকুয়ায় অবস্থিত বানৌজা শেখ হাসিনার নাম পরিবর্তন করে বানৌজা পেকুয়া, এবং ঢাকার কুর্মিটোলায় অবস্থিত বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর নাম পরিবর্তন করে বীর উত্তম এ কে খন্দকারের নামে করা হয়েছে।
এছাড়া, একাধিক স্থাপনার নাম পরিবর্তন এবং সেনাবাহিনীর বিভিন্ন কমপ্লেক্স, স্কুল ও কলেজের নাম বদলানোর প্রস্তাবও রয়েছে। ১৬টি নতুন নামকরণের প্রস্তাব বর্তমানে অনুমোদনের অপেক্ষায় আছে।
আপনার মতামত লিখুন