ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫, ৩:৫৮ অপরাহ্ণ

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে মশাল মিছিল করেন। এর আগে, তারা এক ঘণ্টা ধরে বিক্ষোভ প্রদর্শন করেন। আজ সন্ধ্যা সাড়ে সাতটা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা এসে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন। সেখানে তারা ‘উই ওয়ান্ট জাস্টিস, হ্যাং দ্য রেপিস্ট’, ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’, ‘ধর্ষকের গদিতে আগুন জ্বালো’ সহ বিভিন্ন স্লোগান দেন। মশাল মিছিলটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে ভিসি চত্বর হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে পৌঁছেছে।
আপনার মতামত লিখুন