অন্তর্বর্তী পরিষদ পুনর্গঠন বিষয়ে রুল জারি, দুই সদস্যের কার্যক্রম স্থগিত।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫, ৬:১০ অপরাহ্ণ

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন সংক্রান্ত প্রজ্ঞাপনকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে, পরিষদের দুই সদস্য প্রণতি রঞ্জন খীসা ও রাঙাবী তঞ্চঙ্গ্যার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। গত বছরের ৭ নভেম্বর, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছিল। এই প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে জানুয়ারি মাসে একটি রিট আবেদন করা হয়, যেখানে অভিযোগ করা হয় যে, ১০টি উপজেলা থেকে প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়নি, একজন সদস্য হত্যা মামলার আসামি, এবং এক পরিবারের একাধিক সদস্যকে জেলা পরিষদে অন্তর্ভুক্ত করা হয়েছে। হাইকোর্ট এই বিষয়ে রুল জারি করে এবং দুই সদস্যের কার্যক্রম স্থগিত করে।
আপনার মতামত লিখুন