নজরুল ইসলাম মজুমদারের যুক্তরাজ্যের ৫৯৮ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্তের আদেশ দিয়েছে আদালত।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫, ৬:১৩ অপরাহ্ণ
নজরুল ইসলাম মজুমদারের যুক্তরাজ্যের ৫৯৮ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্তের আদেশ দিয়েছে আদালত।

নজরুল ইসলাম মজুমদার, নাসা গ্রুপের মালিক, এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে যুক্তরাজ্যে থাকা ৫৯৮ কোটি টাকার সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে ঢাকা মহানগরের বিশেষ জজ আদালত এই আদেশ দেয়।

আদালতে জানানো হয়, নজরুল ইসলাম মজুমদার বিপুল পরিমাণ অর্থ দিয়ে যুক্তরাজ্যের নাগরিকত্ব অর্জন করেন এবং বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া সেখানে বিনিয়োগ করেন। তিনি ও তার পরিবারের সদস্যরা অবৈধভাবে দেশ থেকে অর্থ পাচার করেছেন এবং বিদেশে একাধিক ব্যাংক হিসাব পরিচালনা করছেন। এর ফলে, আদালত তার স্ত্রী, ছেলে এবং মেয়ে সহ পরিবারের সদস্যদের নামে থাকা বিদেশি স্থাবর–অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন।

আগে, ৬ মার্চ, আদালত তার ছয়টি বাড়ি ও আটটি প্লট জব্দের নির্দেশ দেয় এবং ৫৫টি কোম্পানির শেয়ারও অবরুদ্ধ করার আদেশ দেন। ১৬ ফেব্রুয়ারি, দুদক নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে।