রিজার্ভ আবার ২০ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫, ৬:১৫ অপরাহ্ণ
রিজার্ভ আবার ২০ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে।

বাংলাদেশ ব্যাংক, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) এর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের আমদানি বিল বাবদ ১৭৫ কোটি ডলার পরিশোধ করেছে। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের নিচে নেমে ১ হাজার ৯৭৫ কোটি ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আকুর বিল পরিশোধের পর মোট রিজার্ভ ২ হাজার ৫০০ কোটি ডলারের নিচে নেমেছে। আকু, এশিয়ার ৯টি দেশের মধ্যে আমদানি-রপ্তানির লেনদেনের নিষ্পত্তি করা একটি আন্ত-আঞ্চলিক ব্যবস্থা।