বনানীর সড়ক ৭ ঘণ্টা পর অবরোধ মুক্ত, ভোগান্তি সৃষ্টি হয়েছিল।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ৮:২৮ পূর্বাহ্ণ

প্রায় ৭ ঘণ্টা সড়ক অবরোধের পর, রাজধানীর বনানী থেকে বিক্ষুব্ধ শ্রমিকেরা সরে যান। পোশাক কারখানার এক নারী শ্রমিক সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার প্রতিবাদে শ্রমিকেরা সকাল ৭টার দিকে বনানী সড়ক অবরোধ করেন, যার ফলে তীব্র যানজট সৃষ্টি হয়, যা রাজধানীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। অনেক যাত্রী যানজটে আটকে পড়ে এবং কিছু যাত্রী হেঁটেই গন্তব্যে পৌঁছান। অবরোধ শেষে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ পিকআপ গাড়ি জব্দ করেছে, তবে চালক পালিয়ে গেছে। শ্রমিকেরা তাদের দাবি পূরণের আশ্বাসে সড়ক ছেড়ে দেন।
আপনার মতামত লিখুন