বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম পদত্যাগ করতে পারেন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ৯:০৩ পূর্বাহ্ণ
বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম পদত্যাগ করতে পারেন।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) অধ্যাপক এম আমিনুল ইসলাম পদত্যাগ করতে পারেন। সরকার তার পদত্যাগের জন্য অনুরোধ করেছে বলে একটি সূত্র জানিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, আজ সোমবার তিনি পদত্যাগ করতে পারেন। তবে, এই বিষয়ে জানতে চাইলে অধ্যাপক এম আমিনুল ইসলাম কিছু বলতে রাজি হননি।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন হয় এবং অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন। গত সাত মাসে কয়েক দফায় উপদেষ্টা পরিষদে পরিবর্তন এবং নতুন নিয়োগ হয়েছে। এর মধ্যে গত বুধবার অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

গত নভেম্বরে, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনজনকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়, যারা স্বরাষ্ট্র, স্বাস্থ্য এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সহায়তা করছেন। এর মধ্যে অধ্যাপক এম আমিনুল ইসলাম পদত্যাগ করতে পারেন বলে জানা গেছে।