প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গাদের সাথে ইফতার করবেন।
আগামী শুক্রবার, কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তারা আশ্রয়শিবির পরিদর্শন এবং কয়েকটি বৈঠক শেষে সন্ধ্যায় শতাধিক রোহিঙ্গার সাথে ইফতার করবেন। জাতিসংঘ মহাসচিব এর আগে কয়েকবার আশ্রয়শিবির পরিদর্শন করেছেন, তবে এটি প্রধান উপদেষ্টা ইউনূসের প্রথম সফর।
ইফতার অনুষ্ঠানে রোহিঙ্গাদের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে এবং খাবারের মধ্যে থাকবে ছোলা, মুড়ি, পেঁয়াজু, জিলাপি, বেগুনি, মরিচ্যা, শরবতসহ অন্যান্য খাবার। শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান এ সফর নিশ্চিত করেছেন। জাতিসংঘ মহাসচিব ১৩ মার্চ বাংলাদেশে আসছেন এবং ১৪ মার্চ সকালে কক্সবাজারের উদ্দেশে রওনা দেবেন। কক্সবাজার বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক, এবং পরে উখিয়া আশ্রয়শিবিরে নিয়ে আসা হবে।
এ সফরের সময় রোহিঙ্গা নেতারা জাতিসংঘ মহাসচিবের কাছে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেফ জোন প্রতিষ্ঠার দাবিতে হস্তক্ষেপ চেয়ে কথা বলবেন। এছাড়া আশ্রয়শিবিরে খাদ্য সহায়তা কমানোর প্রভাব, তহবিল সংকটের কারণে শিক্ষা কার্যক্রম বন্ধ হওয়া এবং স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হওয়ার বিষয়েও আলোচনা হবে।


আপনার মতামত লিখুন