ইরান, রাশিয়া এবং চীন যৌথ সামরিক মহড়া আয়োজন করবে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ণ
ইরান, রাশিয়া এবং চীন যৌথ সামরিক মহড়া আয়োজন করবে।

গত কয়েক বছরে একই লক্ষ্য নিয়ে আমেরিকার প্রভাব মোকাবেলার জন্য ইরান, রাশিয়া এবং চীন একত্রে সামরিক মহড়া চালিয়ে আসছে। ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, আগামী মঙ্গলবার থেকে ইরান, রাশিয়া ও চীনের নৌবাহিনী চাবাহার বন্দরে একটি যৌথ সামরিক মহড়া শুরু করবে। এই মহড়ায় অংশগ্রহণ করবে চীন এবং রাশিয়ার যুদ্ধজাহাজ, সহায়তাকারী জাহাজ এবং ইরানের নৌবাহিনী ও বিপ্লবী গার্ডের যুদ্ধজাহাজ। মহড়ার লক্ষ্য হলো ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে নিরাপত্তা বৃদ্ধি এবং অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বহুপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা দুটি কর্ভেট ও একটি ট্যাঙ্কার পাঠাবে। এছাড়া, এই মহড়ায় আজারবাইজান, দক্ষিণ আফ্রিকা, ওমান, কাজাখস্তান, পাকিস্তান, কাতার, ইরাক, সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কা পর্যবেক্ষক হিসেবে অংশ নেবে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও জানায়, তারা চাবাহারে একটি বিমান বিধ্বংসী রণতরী ও সরবরাহ জাহাজ পাঠাবে।