ঈদ উপলক্ষে নতুন টাকা বিনিময় প্রক্রিয়া স্থগিত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ১:২৮ অপরাহ্ণ
ঈদ উপলক্ষে নতুন টাকা বিনিময় প্রক্রিয়া স্থগিত করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র ঈদুল ফিতর-২০২৫ উপলক্ষে নতুন টাকা বিনিময় কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকগুলোকে তাদের শাখায় সংরক্ষিত ফ্রেশ নোটগুলো বিনিময় না করে, সেগুলি শাখায় রেখে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, পুনঃপ্রচলনযোগ্য নোট ব্যবহার করে সব নগদ লেনদেন পরিচালনার জন্য ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে।