উত্তর কোরিয়ার পাল্টা জবাব: দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র মহড়ার প্রতিক্রিয়ায় ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় বেশকিছু ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ জানিয়েছে, উত্তর কোরিয়ার সেনারা পশ্চিম উপকূলের সমুদ্রে এসব মিসাইল নিক্ষেপ করেছে। ‘ফ্রিডম শিল্ড’ নামে এই যৌথ মহড়া ২০ মার্চ পর্যন্ত চলবে, যা ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের অন্যতম বড় সামরিক মহড়া।
উত্তর কোরিয়া এই মহড়াকে ‘চরম উস্কানিমূলক’ উল্লেখ করে এক বিবৃতিতে বলেছে, এটি সরাসরি যুদ্ধের আশঙ্কা বাড়াবে। ট্রাম্প তার প্রথম মেয়াদে কিম জং উনের সঙ্গে তিনবার সাক্ষাৎ করেছিলেন এবং এবার যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালুর আশা প্রকাশ করেছেন। তবে উত্তর কোরিয়া এখনো তার প্রস্তাবে কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র ও তার এশীয় মিত্রদের মোকাবিলায় তারা তাদের পারমাণবিক শক্তির ‘মৌলিক বৃদ্ধি’ করবে। এদিকে, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে, যখন দক্ষিণ কোরিয়ার দুটি যুদ্ধবিমান ভুলবশত নিজেদের দেশেই বেসামরিক এলাকায় বোমা ফেলেছে। ওই ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
আপনার মতামত লিখুন