যুক্তরাজ্যের উপকূলে তেল ট্যাঙ্কার ও পণ্যবাহী জাহাজের সংঘর্ষে অগ্নিকাণ্ড, ৩২ জন উদ্ধার

যুক্তরাজ্যের পূর্বাঞ্চলীয় উপকূলে তেল ট্যাঙ্কার এবং একটি পণ্যবাহী জাহাজের সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পরপরই অভিযান চালিয়ে কমপক্ষে ৩২ জনকে হতাহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
সোমবার (১০ মার্চ) ব্রিটিশ মেরিটাইম অ্যান্ড কোস্টগার্ড এজেন্সির একজন মুখপাত্র জানিয়েছেন, পূর্ব ইয়র্কশায়ার কাউন্টির উপকূলে এই দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ গণমাধ্যমে প্রচারিত ফুটেজে দেখা যায়, ঘটনাস্থলে কালো ধোঁয়ার কুণ্ডলী এবং বিশাল আগুন জ্বলছে।
গ্রিমসবি ইস্ট বন্দরের প্রধান নির্বাহী মার্টিন বয়ার্স জানিয়েছেন, উদ্ধারকৃত ৩২ জনকে তীরে আনা হয়েছে, তবে তাদের অবস্থা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। জরুরি উদ্ধারকাজে নিয়োজিত রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউশন (RNLI) জানিয়েছে, অনেক ক্রু সদস্য জাহাজ থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। উপকূলরক্ষী বাহিনীর পাশাপাশি তিনটি লাইফবোট ঘটনাস্থলে উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছে।
সুইডিশ ট্যাঙ্কার কোম্পানি স্টেনা বাল্ক নিশ্চিত করেছে, সংঘর্ষে জড়িত তেল ট্যাঙ্কারটি তাদের মালিকানাধীন। এটি যুক্তরাষ্ট্র-ভিত্তিক একটি সামুদ্রিক কোম্পানি পরিচালনা করে আসছে। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি, তবে অনুসন্ধান ও উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন