ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে শাড়ি ও থ্রি-পিস পাচার হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ৬:০৩ অপরাহ্ণ
ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে শাড়ি ও থ্রি-পিস পাচার হচ্ছে।

ভারত থেকে শুল্ক ফাঁকি ও চোরাচালানের মাধ্যমে শাড়ি, টু-পিস, থ্রি-পিস, লেহেঙ্গা সহ বিভিন্ন পোশাক বাংলাদেশে আসছে, বলে জানিয়েছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি)। কমিশন জানায়, স্থানীয় বাজারে এসব ভারতীয় পোশাকের বিক্রির তুলনায় বৈধ আমদানি অনেক কম। মিথ্যা ঘোষণা বা চোরাচালানের মাধ্যমে এসব পণ্য বাজারে প্রবেশ করছে। বিটিটিসি আরও বলেছে, শুল্ক ফাঁকি ও চোরাচালান রোধে বিশেষ ব্যবস্থা গ্রহণের প্রয়োজন, যাতে ঈদ উপলক্ষে দেশীয় তাঁত ও জামদানি শাড়ি, থ্রি-পিসসহ অন্যান্য পোশাকের বাজার সুরক্ষিত থাকে।

এদিকে, বাংলাদেশে বিদেশি কাপড়ের চাহিদা প্রায় ৮০০ কোটি মিটার, যার একটি অংশ দেশীয় তাঁত, হস্তশিল্প ও পাওয়ারলুমের মাধ্যমে পূর্ণ হয়, তবে বিদেশ থেকে শুল্ক ফাঁকি ও চোরাচালানের মাধ্যমে প্রবেশ করা কাপড়ের বড় অংশ বাজারে আসছে। বিটিটিসি শুল্ক বাড়ানোর এবং মিথ্যা ঘোষণা এড়াতে আমদানিকৃত সব পোশাকের পরীক্ষা সঠিকভাবে করার পরামর্শ দিয়েছে।