রাষ্ট্রপতির মাধ্যমে স্পিকারকে শপথ পড়ানোর বৈধতা প্রশ্নে রিট আবেদন দায়ের করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) গীতিকবি ও সংবিধান বিশ্লেষক শহীদুল্লাহ ফরায়েজী রাষ্ট্রপতির শপথ স্পিকারের কাছে পড়ানোর বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেছেন। রিটের পক্ষে আইনজীবী হিসেবে ব্যারিস্টার ওমর ফারুক কাজ করছেন, এবং বিবাদী হিসেবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের অন্তর্ভুক্ত করা হয়েছে। রিট দায়েরের পর শহীদুল্লাহ ফরায়েজী জানান, আদালতে রাষ্ট্রপতির শপথ প্রধান বিচারপতির কাছে হওয়া উচিত, স্পিকারের কাছে নয়। ব্যারিস্টার ওমর ফারুক গণমাধ্যমে নিশ্চিত করেছেন যে, সংবিধানে রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির কাছে শপথ নিতে বলা হয়েছিল, তবে পরবর্তীতে সংশোধনী এনে রাষ্ট্রপতিকে স্পিকারের কাছে শপথ পড়ানোর বিধান যুক্ত করা হয়। রিটে দাবি করা হয়েছে যে, রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে যেমন শপথ পড়াবেন, তেমনি প্রধান বিচারপতিও রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন। শহীদুল্লাহ ফরায়েজী যুক্তি দিয়েছেন যে, বিশ্বের অধিকাংশ দেশে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্টের শপথ প্রধান বিচারপতির মাধ্যমে নেওয়া হয়, এবং এটি সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত একটি রীতি। বাংলাদেশের ক্ষেত্রে এই রীতির ব্যত্যয় ঘটছে। রিটের শুনানি হাইকোর্টের বিচারপতি একেএম আসাদুজ্জামানের নেতৃত্বে হতে পারে।
আপনার মতামত লিখুন