ধানমন্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া সংস্থার নামকরণ শহীদ রিয়া গোপের নামে

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ৬:১৫ অপরাহ্ণ
ধানমন্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া সংস্থার নামকরণ শহীদ রিয়া গোপের নামে

জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে থাকা ধানমন্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া সংস্থার নতুন নামকরণ করা হয়েছে শহীদ রিয়া গোপের নামে। রিয়া গোপ, যিনি গত ২৭ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় নিহত হন, তার নামে এই নামকরণ করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নারায়ণগঞ্জের সন্তান রিয়া, তার পিতা দীপক ঘোষ এবং মাতা বিউটি ঘোষের একমাত্র সন্তান ছিলেন। আন্দোলনের সময় রিয়া বাসার ছাদে ছিলেন এবং সেখানে গুলির আঘাতে নিহত হন। তার বাবা, মেয়েকে কোলে তুলে নিতে গিয়ে গুলির শিকার হন, এরপর হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান।

এছাড়া প্রজ্ঞাপনে আরও তিনটি ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সের নাম পরিবর্তন করে জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্স রাখা হয়েছে, রমনায় শেখ কামাল টেনিস কমপ্লেক্সের নাম রাখা হয়েছে জাতীয় টেনিস কমপ্লেক্স, এবং জাতীয় ক্রীড়া পরিষদের নতুন ভবনের অডিটোরিয়ামটির নাম রাখা হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তন।