লিভারপুল ও পিএসজির মধ্যে চ্যাম্পিয়নস লিগের উত্তেজনা, দ্বিতীয় লেগে পিএসজির আত্মবিশ্বাসী প্রত্যাবর্তন

উয়েফা চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে শিরোপার অন্যতম দাবিদার ইংলিশ ক্লাব লিভারপুল। প্রথম লেগে প্যারিসে পিএসজির বিপক্ষে মাঠে নামার আগে সফরকারী দলটি ছিল ‘হট ফেভারিট’, তবে প্যারিসে ডেম্বেলে ও ভিতিনহাদের একের পর এক আক্রমণে তুমুল চাপে পড়ে লিভারপুল। গোলবারে ২৭ শট নিয়েও কোনো গোল করতে পারেনি পিএসজি, তবে ম্যাচের শেষ দিকে হার্ভে এলিয়টের গোলে লিভারপুল ১-০ ব্যবধানে জয়ী হয়ে মাঠ ছাড়ে। পিএসজির কোচ লুইস এনরিকে ম্যাচ শেষে ফুটবলকে নির্মম বলেও আখ্যা দিয়েছেন।
এখনো হার মানতে রাজি নয় পিএসজি। তারা দ্বিতীয় লেগের ম্যাচে, ১১ মার্চ লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে খেলবে এবং আত্মবিশ্বাসী হয়ে তারা গোল করার প্রত্যয় ব্যক্ত করেছে। পিএসজির মিডফিল্ডার ভিতিনহা বলেছেন, “আমরা নিজেদের সামর্থ্য প্রমাণ করতে যাচ্ছি, এবার আমরা গোল করবো এবং এগিয়ে যাবো।”
পিএসজির ডিফেন্ডার উইলিয়ান পাচো আরও বলেন, “আমরা জানি, অ্যানফিল্ডে গোল করবো। প্রথম লেগে আমাদের কিছু ভুল ছিল, তবে ফুটবলে এ ধরনের ঘটনা ঘটে। আমরা দ্বিতীয় লেগে ভালো কিছু করতে প্রস্তুত।” এছাড়া পিএসজির ডিফেন্ডার আশরাফ হাকিমি বলেন, “আমরা হতাশাজনকভাবে ম্যাচটি হারলেও, আমরা জানি যে লিভারপুলে গিয়ে জয় নিয়ে ফিরতে পারবো। আমাদের যদি একই আত্মবিশ্বাস ও দৃঢ় সংকল্প থাকে, তাহলে কোয়ার্টার ফাইনালে ওঠা কঠিন হবে না।”
আপনার মতামত লিখুন