প্রিমিয়ার লিগে সালাহর অসামান্য রেকর্ড, আগুয়েরার রেকর্ডে ভাগ বসালেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ৬:১৮ অপরাহ্ণ
প্রিমিয়ার লিগে সালাহর অসামান্য রেকর্ড, আগুয়েরার রেকর্ডে ভাগ বসালেন

প্রিমিয়ার লিগের চলতি আসরে শিরোপার দৌড়ে লিভারপুলের পক্ষে জয় নিশ্চিত মনে হচ্ছে। শনিবার রাতে সাউদাম্পটনের বিপক্ষে নিজেদের ২৯ নম্বর ম্যাচে ৩-১ গোলে জয়লাভ করেছে দ্য রেডর্স। এই ম্যাচে জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন মোহাম্মদ সালাহ।

এদিন ২৭ নম্বর গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে থাকা মিশরীয় এই ফরোয়ার্ড প্রিমিয়ার লিগে নিজের ১৮৪তম গোলটি করেন। এর মাধ্যমে তিনি সাবেক আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরার রেকর্ডে ভাগ বসিয়েছেন। আগুয়েরা প্রিমিয়ার লিগের ইতিহাসে ১৮৪ গোল করে পঞ্চম স্থানে ছিলেন। তবে সালাহর জন্য এই রেকর্ড গড়তে আগুয়েরার চেয়ে ১৭ ম্যাচ বেশি খেলা হয়েছে।

এদিন ২৯২টি ম্যাচ খেলে সালাহ ১৮৪ গোল করলেও, আগুয়েরা ২৭৫ ম্যাচে সমান গোল করেছিলেন। প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা হিসেবে ২৬০ গোল নিয়ে শীর্ষে আছেন অ্যালান শিয়ারার। ম্যাচ শেষে সালাহ বলেন, “আমি রেকর্ডটি জানতাম, তবে খেলার সময় আমি এটা নিয়ে ভাবিনি। এটি সম্মানের বিষয় এবং আমি খুশি। সার্জিও একজন দুর্দান্ত খেলোয়াড়, প্রিমিয়ার লিগের কিংবদন্তি।”