আমিনবাজারের পাওয়ার গ্রিডে আগুন লেগেছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৩:২৮ পূর্বাহ্ণ
আমিনবাজারের পাওয়ার গ্রিডে আগুন লেগেছে।

সাভারের আমিনবাজার পাওয়ার গ্রিডে আজ মঙ্গলবার সকালে, সাতটার কিছু সময় পর আগুন লেগে যায়। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান, আগুন লাগার খবর পাওয়ার পর পাঁচ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং পরে আরো একটি ইউনিট সেখানে পাঠানো হয়। বর্তমানে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।