যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে সৌদি আরব পৌঁছেছেন জেলেনস্কি।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৩:৪৬ পূর্বাহ্ণ

সৌদি আরবে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনা করতে। সোমবার স্থানীয় সময় তিনি সৌদি আরবে পৌঁছান। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে ইউক্রেনীয় এবং মার্কিন কর্মকর্তাদের মধ্যে যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনা হবে, যা আগামীকাল জেদ্দায় অনুষ্ঠিত হবে। সফরের সময় তিনি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন। জেলেনস্কি তার সোশ্যাল মিডিয়া পোস্টে জানান, ইউক্রেন শান্তির জন্য সবসময় প্রস্তুত, এবং যুদ্ধ চালানোর একমাত্র কারণ রাশিয়া। কিছু সময় পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও জেদ্দায় পৌঁছেছেন।
আপনার মতামত লিখুন