টোকিওতে অনুষ্ঠিত হলো ‘সপ্তম বাংলাদেশ-জাপান যৌথ পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ’ সভা।

আজ, ১১ মার্চ ২০২৫, জাপানের টোকিওতে অনুষ্ঠিত হয়েছে ‘সপ্তম বাংলাদেশ-জাপান যৌথ পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ’ বৈঠক। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টা মন্ত্রণালয়ের মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। জাপান প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন ভূমি, অবকাঠামো এবং পরিবহন মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার হিরোফুমি আমাকাওয়া এবং প্রকৌশল ও আবাসন মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট ভাইস মিনিস্টার ইওসুকে সুৎসুমি।
বৈঠকে আলোচনা করা হয় জাপানি সহায়তায় বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর অগ্রগতি, যেমন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, চট্টগ্রাম সুয়ারেজ প্রকল্প, স্থানীয় সেতু উন্নয়ন প্রকল্প এবং কমলাপুর মাল্টি-মোডাল ট্রান্সপোর্ট হাব প্রকল্প। মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া প্রকল্পগুলো সুষ্ঠু বাস্তবায়ন নিয়ে সবাইকে অবহিত করেন এবং জাপান সরকারকে ধন্যবাদ জানান। তিনি আশাবাদী যে এসব প্রকল্প দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
আলোচনা পর্বে সংশ্লিষ্ট বিভাগের সচিবরা তাদের প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন এবং দ্বিতীয় পর্বে যুক্ত হন বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত মো. দাউদ আলী এবং জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। এ সময়, জাপানি সহায়তায় নতুন প্রকল্প প্রস্তাবনা প্রস্তুত ও পাঠানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনলাইনে সেতু বিভাগের সচিব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, পায়রা বন্দর কর্তৃপক্ষ এবং অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অংশ নেন।
আপনার মতামত লিখুন