ফ্ল্যাটের নিবন্ধন খরচ ৯ শতাংশ করার দাবি জানিয়েছেন রিহ্যাব নেতারা।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৬:০০ অপরাহ্ণ
ফ্ল্যাটের নিবন্ধন খরচ ৯ শতাংশ করার দাবি জানিয়েছেন রিহ্যাব নেতারা।

আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) ফ্ল্যাট নিবন্ধনের খরচ ১৫.৫ শতাংশ থেকে কমিয়ে ৯ শতাংশ করার দাবি জানিয়েছে। একই সঙ্গে, পুরোনো ফ্ল্যাটের নিবন্ধন ব্যয় সাড়ে ৪ শতাংশে নামিয়ে আনার প্রস্তাবও তাদের রয়েছে। তারা মনে করেন, নিবন্ধন খরচ কমালে পুরোনো ফ্ল্যাটের বাজার তৈরি হবে এবং একাধিকবার সম্পত্তি হস্তান্তর হওয়ার ফলে সরকারের রাজস্ব আয় বাড়বে। এছাড়া, রিহ্যাব কোম্পানির নগদ লেনদেনের সীমা ৩৬ লাখ টাকা থেকে ১ কোটি টাকায় উন্নীত করার দাবি জানিয়েছে।

বর্তমানে ফ্ল্যাট নিবন্ধনের ব্যয় ১৫ থেকে ১৮ শতাংশ হয়ে থাকে, যার মধ্যে বিভিন্ন ধরনের কর ও ফি অন্তর্ভুক্ত। রিহ্যাব নেতারা তাদের প্রস্তাবে গেইন ট্যাক্স ৪ শতাংশ, স্ট্যাম্প শুল্ক ১ শতাংশ, নিবন্ধন ফি ১ শতাংশ, স্থানীয় সরকার ফি ১ শতাংশ এবং ভ্যাট ২ শতাংশ করার দাবি করেছেন।