ইসির কর্মকর্তারা এনআইডি নিজেদের কাছে রাখার দাবিতে আন্দোলন শুরু করেছেন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ১:২৭ অপরাহ্ণ
ইসির কর্মকর্তারা এনআইডি নিজেদের কাছে রাখার দাবিতে আন্দোলন শুরু করেছেন।

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের কাছে রাখার দাবি জানিয়ে ইসি সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা আগামীকাল, বৃহস্পতিবার, সারা দেশে দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করবেন। এই কর্মসূচি সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত ইসি সচিবালয়, জাতীয় পরিচয় নিবন্ধন, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং মাঠ পর্যায়ের অফিসগুলোতে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মনির হোসেন আজ এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন। তাঁরা এই কর্মসূচির নাম দিয়েছেন ‘স্ট্যান্ড ফর এনআইডি’। ইসি দীর্ঘদিন ধরে এনআইডি সেবা দিয়ে আসছে, তবে গত সরকার এ সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে নিতে আইনি পরিবর্তন করেছিল, যা এখনও কার্যকর হয়নি। বর্তমানে, একটি স্বতন্ত্র কমিশন গঠন নিয়ে আলোচনা চলছে।

৫ মার্চ, ইসি কর্মকর্তারা স্মারকলিপি দেন এবং ১২ মার্চের মধ্যে দাবি না মানলে কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দিয়েছিলেন, কিন্তু সরকার থেকে কোনো পদক্ষেপ না পাওয়ায় এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।