কলম্বিয়ায় আকস্মিক বোমা হামলায় পাঁচ সেনা নিহত, আহত ছয়

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৫:২০ অপরাহ্ণ
কলম্বিয়ায় আকস্মিক বোমা হামলায় পাঁচ সেনা নিহত, আহত ছয়

কলম্বিয়ায় আকস্মিক বোমা হামলায় পাঁচ সেনা নিহত হয়েছেন এবং আরও ছয় জন আহত হয়েছেন। বুধবার (১২ মার্চ) স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, এই হামলাটি দেশের দক্ষিণ-পশ্চিম কাউকা অঞ্চলের বালবোয়া শহরে একটি সেতু মেরামতের কাজে নিয়োজিত সৈন্যদের লক্ষ্য করে চালানো হয়।

কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ হামলার তীব্র নিন্দা জানান এবং নিহত সৈন্যদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলার জন্য দায়ী কার্লোস প্যাটিনো গ্রুপ। এটি কলম্বিয়ার বিপ্লবী সশস্ত্র বাহিনী (FARC)-এর ছায়া সংগঠন, এস্তাদো মেয়ার সেন্ট্রাল-এর সঙ্গে যুক্ত। এই গোষ্ঠীটির সদস্য সংখ্যা ৩,৫০০ জনেরও বেশি, যার মধ্যে ২,১৮০ জন সশস্ত্র যোদ্ধা রয়েছে।

এই গোষ্ঠীটি কলম্বিয়ার পশ্চিম, মধ্য এবং পূর্ব অঞ্চলের পাশাপাশি ভেনেজুয়েলা ও ইকুয়েডরে মাদক পাচার, চোরাচালান এবং চাঁদাবাজির মাধ্যমে নিজেদের অর্থায়ন জোগায়।