সিরিয়ায় এসডিএফকে কেন্দ্রীয় সরকারের অধীনে আনতে হওয়া চুক্তিকে সমর্থন দিল যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৫:২১ অপরাহ্ণ
সিরিয়ায় এসডিএফকে কেন্দ্রীয় সরকারের অধীনে আনতে হওয়া চুক্তিকে সমর্থন দিল যুক্তরাষ্ট্র

সিরিয়ায় কুর্দি নিয়ন্ত্রিত সশস্ত্র সংগঠন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) কে কেন্দ্রীয় সরকারের অধীনে আনতে সই হওয়া চুক্তিকে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১১ মার্চ) এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই ঘোষণা দেন।

সম্প্রতি আসাদপন্থী বন্দুকধারীদের সঙ্গে নতুন সরকারের নিরাপত্তা বাহিনীর রক্তক্ষয়ী সংঘাতের মধ্যে এই চুক্তি সই হয়েছে। এতে ওয়াশিংটনের সমর্থনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। মার্কো রুবিও বলেন, ‘সিরিয়ায় ভবিষ্যৎ সংঘাত এড়াতে এবং সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিতে যুক্তরাষ্ট্র রাজনৈতিক সংলাপকে সমর্থন দেবে।’ তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকার যেসব সিদ্ধান্ত নিচ্ছে, তা যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ করবে। পাশাপাশি, উপকূলীয় অঞ্চলে সংখ্যালঘু আলাউইত সম্প্রদায়ের ওপর চালানো হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা এবং এসডিএফের কমান্ডার মাজলুম আবদি জানিয়েছেন, তারা সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের তেল-গ্যাসের খনি ও অন্যান্য সামরিক-বেসামরিক স্থাপনা সিরিয়ার রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনার জন্য চুক্তি করেছেন। বাশার আল-আসাদের পতনের পর যুদ্ধবিধ্বস্ত দেশটিতে এই চুক্তিকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক অগ্রগতি হিসেবে ধরা হচ্ছে।

চুক্তির শর্ত অনুযায়ী, সমগ্র সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর হবে এবং এসডিএফ বাহিনী আসাদপন্থীদের সঙ্গে মিলে যুদ্ধ করবে। এছাড়া, কুর্দি জনগোষ্ঠী সিরিয়ার নাগরিক হিসেবে সকল সাংবিধানিক অধিকার পাবে।

উল্লেখ্য, আসাদের শাসনামলে যুক্তরাষ্ট্র এসডিএফকে অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে আইএসআইএল (আইসিস) দমনে সহায়তা করেছিল। ২০১৯ সালে আইএসআইএল অনেকটাই নির্মূল হলে এসডিএফ বাহিনী নিজেদের নিয়ন্ত্রিত অঞ্চলে আধা-স্বায়ত্তশাসন ব্যবস্থা চালু করে। তবে ন্যাটো মিত্র তুরস্ক এই বাহিনীকে সহায়তা দেওয়াকে ভালোভাবে নেয়নি। তুরস্ক এসডিএফকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সিরীয় শাখা বলে মনে করে, যা তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত সন্ত্রাসী সংগঠন।