লেখক শিবির দাবি করেছে, সরকার নারী নিপীড়কদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছে না।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৭:১১ অপরাহ্ণ
লেখক শিবির দাবি করেছে, সরকার নারী নিপীড়কদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছে না।

বাংলাদেশ লেখক শিবির অভিযোগ করেছে যে, সরকার নারী নিপীড়কদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। তারা বলেছে, ধর্মীয় বক্তাদের চরম নারী-অবমাননামূলক বক্তব্যের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা উচিত। বুধবার, শিবিরের ভারপ্রাপ্ত সভাপতি মুঈনুদ্দীন আহমদ ও সাধারণ সম্পাদক কাজী ইকবাল এক বিবৃতিতে দেশের বিভিন্ন স্থানে নারীদের উপর নিপীড়ন, হেনস্তা এবং ধর্ষণের বিরুদ্ধে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়েছে, ২০২৫ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর নারী হেনস্তা, ধর্ষণ ও ধর্ষণের হুমকি বৃদ্ধি পেয়েছে। এছাড়া, রাস্তায় মেয়েদের পোশাক নিয়ে সমালোচনা, ব্যঙ্গ, ধর্ষণ এবং তাদের হেনস্তার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে।

বাংলাদেশ লেখক শিবির আরও বলছে, কিছু স্বার্থপর গোষ্ঠী সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়, যাতে জনগণ একত্রিত হতে না পারে এবং গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন হয়।