পুলিশের উপর হামলার অভিযোগে ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৭:১৪ অপরাহ্ণ

রাজধানীর শাহবাগ এলাকায় মঙ্গলবার ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ প্ল্যাটফর্মের সদস্যদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশে ওপর হামলার অভিযোগে বামপন্থী ছাত্রসংগঠনের ১২ জন নেতা–কর্মীকে আসামি করা হয়েছে, সঙ্গে অজ্ঞাত ৭০-৮০ জনের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। বুধবার রমনা থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ জানায়, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে যে, আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, এরপর পুলিশ বাধা দেয় এবং সংঘর্ষে সহকারী কমিশনারসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। তবে আন্দোলনকারীরা দাবি করেছে, পুলিশ তাদের শান্তিপূর্ণ কর্মসূচি উপেক্ষা করে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করেছে।
আপনার মতামত লিখুন