অমিতাভ বচ্চনের ‘কেবিসি’ শো ছাড়ার গুঞ্জন

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৭:২৭ অপরাহ্ণ
অমিতাভ বচ্চনের ‘কেবিসি’ শো ছাড়ার গুঞ্জন

বিগ বি অমিতাভ বচ্চন, যিনি নব্বই দশকের শেষে ক্যারিয়ার ধসের সম্মুখীন হয়ে ছোট পর্দার ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি) উপস্থাপনার মাধ্যমে নতুন জীবন পেয়েছিলেন, এবার শোটি থেকে বিদায়ের সিদ্ধান্ত নিতে পারেন। ৮২ বছর বয়সী অমিতাভ এখন আর বেশি ধকল নিতে পারছেন না এবং শরীর সঙ্গ দিচ্ছে না। এমনকি, সংলাপ মনে রাখতে তার কষ্ট হচ্ছে। তার এই অবস্থা দেখে, তিনি জনপ্রিয় রিয়েলিটি শোটি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বলিউডের গুঞ্জন অনুযায়ী, অমিতাভের বিদায়ের পর কেবিসির সঞ্চালকের গুরুদায়িত্ব নিতে পারেন তার পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন কিংবা শাহরুখ খান। যদিও অমিতাভ সরাসরি কিছু জানানো না হলেও, তিনি গত বছর চ্যানেলকে অনুরোধ করেছিলেন সঞ্চালকের জায়গায় তার বিকল্প খুঁজে নেওয়ার জন্য। তারপরেও ১৬ তম সিজনে তাকে দেখা গেছে, তবে এটি তার শেষ পর্ব হতে পারে।

অমিতাভ ২৫ বছর আগে এই শো-এর মাধ্যমে ছোট পর্দায় পা রেখেছিলেন, যখন তিনি ৫৭ বছর বয়সী একজন অভিনেতা ছিলেন এবং তখন বচ্চন পরিবার কঠিন আর্থিক সমস্যায় ছিল। এই শো’য়ের মাধ্যমে তার ক্যারিয়ার নতুন করে শুরু হয়েছিল এবং এটি ছিল তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত।