শুটিং সেটে আহত হয়েছেন হৃতিক রোশন

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৭:২৯ অপরাহ্ণ
শুটিং সেটে আহত হয়েছেন হৃতিক রোশন

বলিউডের ‘গ্রীক গড’ খ্যাত অভিনেতা হৃতিক রোশন শুটিং সেটে আহত হয়েছেন। তিনি বর্তমানে জুনিয়র এনটিআরের সঙ্গে আসন্ন ছবি ‘ওয়ার ২’-এর শুটিং করছেন, যা অ্যাকশন ঘরানার সিনেমা এবং ভক্তরা এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, গানের দৃশ্যে অভিনয় করতে গিয়ে হৃতিক আঘাত পেয়েছেন। ওই দৃশ্যের মহড়ায় অংশ নেন তিনি এবং দক্ষিণী সুপারস্টার এনটিআর জুনিয়র। মহড়ার সময় পায়ে আঘাত পান হৃতিক, যিনি পর্দায় কৃষ চরিত্রে অভিনয় করছেন।

অঘটন ঘটতেই সিনেমার পরিচালক শুটিং বন্ধ করে দেন। চিকিৎসক হৃতিককে চার সপ্তাহ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন, কারণ এই আঘাত থেকে বড় সমস্যা হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন তারা।

‘ওয়ার ২’ সিনেমায় হৃতিক রোশন, কিয়ারা আদভানি এবং জুনিয়র এনটিআর অভিনয় করছেন। সিনেমার আগের পর্বে হৃতিকের সঙ্গে ছিলেন টাইগার শ্রফ, তবে এবার এনটিআর জুনিয়রকে যুক্ত করা হয়েছে। সিনেমাটির সিক্যুয়েল পরিচালনা করছেন অয়ন মুখোপাধ্যায় এবং এটি ১৪ আগস্ট মুক্তি পাবে।