বাংলাদেশিদের জন্য ওমরাহ্ ভিসা কমিয়ে দিয়েছে সৌদি আরব

সৌদি আরব চলতি মাস থেকে বাংলাদেশি ওমরাহ্ ভিসাপ্রত্যাশীদের জন্য কোটা পদ্ধতি চালু করেছে। এর ফলে ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাস বর্তমানে শতকরা মাত্র ১০ ভাগ ভিসা দিচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) নির্বাহী কমিটির সাবেক সদস্য ও আল নাফি ট্রাভেলসের মালিক মো. নাজিম উদ্দিন।
গণমাধ্যমকে তিনি জানান, আগে ১০০টি ভিসার আবেদনের বিপরীতে ১০০টিই অনুমোদিত হতো, কিন্তু এখন মাত্র ৮-১০ শতাংশ ভিসা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, কোনো স্পষ্ট কারণ ছাড়াই গত ৫ মার্চ থেকে এ সমস্যা শুরু হয়েছে, যা বাংলাদেশি হজ ও ওমরাহ্ যাত্রীদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এদিকে, ২০২৫ সালে হজে যেতে ইচ্ছুকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। সৌদি সরকারের হজ ও ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, আগামী বছর থেকে ১৫ বছরের কম বয়সীরা হজে যেতে পারবে না। ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল ফারুকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিশুদের সুস্থতা ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সৌদি সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনার হজযাত্রী, এজেন্সি, ব্যাংকসহ সংশ্লিষ্ট সকলকে এ নির্দেশনা মেনে চলতে হবে। উপসচিব মামুন আল ফারুক জানান, সৌদি সরকারের নির্দেশনা বাধ্যতামূলক হওয়ায় বাংলাদেশকেও তা অনুসরণ করতে হবে।
আপনার মতামত লিখুন