উত্তরখান-দক্ষিণখানসহ কয়েকটি এলাকায় ১৩ মার্চ ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ১১:৩২ অপরাহ্ণ
উত্তরখান-দক্ষিণখানসহ কয়েকটি এলাকায় ১৩ মার্চ ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

রাজধানীর উত্তরখান, দক্ষিণখানসহ আশপাশের কয়েকটি এলাকায় আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আশকোনা-গাওয়াইর এলাকায় গ্যাসের স্বল্পচাপ সমস্যা নিরসনে পাইপলাইন স্থানান্তর কাজের জন্য এই সাময়িক গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এতে উত্তরখান, দক্ষিণখান, ফায়েদাবাদ, আশকোনা ও শীতলক্ষ্যা নদীর তীরবর্তী এলাকাসহ আশপাশের সব এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হবে।

এছাড়া, তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে বলে জানানো হয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।