প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা দ্বিতীয় শ্রেণির মর্যাদা ও ১০ম গ্রেডের বেতন পাবেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ণ
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা দ্বিতীয় শ্রেণির মর্যাদা ও ১০ম গ্রেডের বেতন পাবেন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ হাজার প্রধান শিক্ষক এখন থেকে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তার মর্যাদা পাবেন এবং তাদের বেতন ১০ম গ্রেডে নির্ধারিত হবে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন।

আদালতে প্রধান শিক্ষকদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন। এর আগে, ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি হাইকোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের গেজেটেড পদমর্যাদা ও ১০ম গ্রেডে বেতন স্কেল নির্ধারণের নির্দেশ দিয়েছিল। তবে এই সিদ্ধান্ত কার্যকর না হওয়ায় প্রধান শিক্ষকেরা আদালত অবমাননার মামলা করেন।

২০২২ সালের ৬ জানুয়ারি আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রাখলেও তিন মাসেও তা কার্যকর হয়নি। ফলে ২৭ জুন হাইকোর্ট সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কারণ দর্শানোর নির্দেশ দেয়। পরবর্তীতে মন্ত্রণালয় সিভিল রিভিউ পিটিশন দায়ের করে, যা আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ চূড়ান্ত শুনানি শেষে নিষ্পত্তি করে।

এই রায়ের ফলে হাইকোর্ট ও আপিল বিভাগের নির্দেশ কার্যকরে আর কোনো বাধা রইল না। প্রধান শিক্ষকেরা রায়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং এটি তাদের দীর্ঘদিনের দাবির জয় হিসেবে দেখছেন।