বাংলাদেশ ২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণ করবে, সরকার চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৩:১৭ অপরাহ্ণ
বাংলাদেশ ২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণ করবে, সরকার চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে

২০২৬ সালের ২৪ নভেম্বর বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ করবে বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। যদিও পূর্বে এলডিসি থেকে উত্তরণের সময়সীমা পিছিয়ে দেওয়ার ব্যাপারে চিন্তা-ভাবনা করছিল অন্তর্বর্তী সরকার, তবে অবশেষে সেই চিন্তা থেকে সরে এসে নির্ধারিত সময় অনুযায়ী উত্তরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই বিষয়টি জানান।

শফিকুল আলম বলেন, “এলডিসি থেকে উত্তরণ নিয়ে অনেকদিন ধরে আলোচনা চলছে। ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে যে, আমরা ২০২৬ সালে এলডিসি গ্র্যাজুয়েশন করবো।” তিনি আরও জানান, “উত্তরণের জন্য আসতে যাওয়া চ্যালেঞ্জগুলো মোকাবিলায় এখন থেকেই প্রস্তুতি নেওয়ার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন, এবং বাংলাদেশের মর্যাদা আরও বৃদ্ধি পাবে এই উত্তরণের মাধ্যমে।”

এছাড়া, আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের বিষয়টি চূড়ান্ত হয়েছিল এবং ২০২৬ সালের ২৪ নভেম্বর সেই উত্তরণ কার্যকর হবে।